Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Conducting raids on Rom Food Bakery in Bisik Industrial City
Details

আজ ০৭/০২/২০২৩ খ্রি. তারিখে ফেনীর বিসিক শিল্পনগরীর রোম ফুড বেকারীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ফেনী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময়  যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলায়, খাবারে পত্রিকা ব্যবহার করায়, কীটপতঙ্গ প্রতিরোধ ব্যবস্থা না থাকায় ও লেবেলিং ঠিক মত না করাসহ অন্যান্য অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ  আইনে বিশ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মুহাম্মদ শামসুল  আরেফিন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ কাউসার মিয়া। এই অভিযানে সার্বিকভাবে সহায়তা করেন ফেনী মডেল থানার চৌকশ পুলিশ টিম ও জেলা কার্যালয়ের অন্যান্য স্টাফবৃন্দ।

Attachments
Publish Date
07/02/2023
Archieve Date
30/06/2024