শিরোনাম
অভিযোগের ভিত্তিতে গৃহীত কার্যক্রম
বিস্তারিত
১৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ফেনী কর্তৃক জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব সৌরভ রায় এর নেতৃত্বে অভিযোগ এর ভিত্তিতে ফেনী সদর উপজেলায় অবস্থিত মক্কা ফুডস এ পরিদর্শন করা হয়। এই সময় অস্বাস্থ্যকর পরিবেশ,অনঅনুমোদিত রঙ ও পোড়া তেল এর ব্যাবহারসহ অন্যান্য অনিয়ম পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠান এর মালিক দ্বায়স্বীকার পুর্বক সংশোধন এর সময় দেওয়া হয়। এছাড়া ফুড ভ্যালি,স্বাদ রেস্তোরাঁ, ভোজন কোম্পানি, নিউ বারিক হোটেল," এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা
হয়। এ সময় রান্নাঘর অপরিষ্কারসহ লেভেলবিহীন পন্য ও অন্যান্য অনিয়ম লক্ষ্য করা যায়। প্রতিষ্ঠান সমুহকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী পণ্য তৈরি করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয় এবং সংশোধনের সময় বেধে দেওয়া হয়। এই সময় ফেনী সদর স্যানিটারি ইন্সপেক্টর আবদুর রহমান, কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী ও অন্যান্য সহায়ক স্টাফগণ এতে সার্বিক সহযোগিতা করেন।
নিরাপদ খাদ্য নিশ্চিতে, জনস্বার্থে এ-ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নিরাপদ খাদ্য আইন মেনে চলুন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করুন।