Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জন সমুহ

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর উদ্দেশ্য পূরণকল্পে ফেনী জেলায় ইতোমধ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় ফেনীর এর চুক্তিভিত্তিক ভাড়ায় নগরীর পাগলা মিয়া সড়ক এলাকায় কার্যালয় স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মুজিববর্ষকে সামনে রেখে ফেনীর কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক ৩ টি সেমিনার আয়োজন করা হয়েছে। এছাড়াও পাবলিক মিটিং, ভিডিও প্রদর্শন, মাইকিং, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ ইত্যাদি প্রচারমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।বিএফএসএ ফেনী জেলা কার্যালয় হতে ২০২১-২০২২ অর্থবছরে ১৫০ জন খাদ্যকর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া ও ৫০ জন অনলাইন খাদ্য ব্যবসায়ীকে নিরাপদ বিষয়ক প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ফেনী জেলার গৃহিণীদের নিরাপদ খাদ্য সম্পর্কে ধারণা দিতে ২ টি উঠান বৈঠকের অয়োজন করা হয়েছে। খাদ্য পণ্যের গুণগতমান ও নিরাপদতা নিশ্চিতকরণের জন্য ২০২১-২২ অর্থবছরে ১০টি খাদ্য নমুনা পরীক্ষা করার জন্য বিভিন্ন পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে এবং নিরাপদ খাদ্য বিষয়ে জনগণের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য হটলাইন সেবা ৩৩৩ এ প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।