উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ, দেশব্যাপী ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উদযাপিত হতে যাচ্ছে। “খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ, রোজ রবিবার, সকাল ১০.৩০ ঘটিকায়, জেলা প্রশাসক, ফেনী মহোদয়ের সম্মেলন কক্ষে “নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার” আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারে জনাব সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, ফেনী, মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এমতাবস্থায়, সেমিনারের নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস